শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আ.লীগের ভাবমূর্তি উজ্জ্বল না হওয়া পর্যন্ত অভিযান চলবে : সেতুমন্ত্রী

ভোরের সংলাপ ডট কম :
সেপ্টেম্বর ২৭, ২০১৯
news-image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘দলের মধ্যে শুদ্ধি অভিযান চলছে। শেখ হাসিনার এই শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে। যতদিন পর্যন্ত আওয়ামী লীগের ভাবমূর্তি উজ্জ্বল না হচ্ছে ততদিন পর্যন্ত অভিযান চলবে।’

আজ বৃহস্পতিবার সিলেটে আওয়ামী লীগ আয়োজিত এক শোকসভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। দলের জাতীয় কমিটির সাবেক সদস্য এবং সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আ ন ম শফিকুল হক স্মরণে এই শোকসভার আয়োজন করে জেলা ও মহানগর আওয়ামী লীগ।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এই শুদ্ধি অভিযান নিয়ে অপপ্রচার চালাচ্ছে। শেখ হাসিনা নিজের দলের ভেতরে শুদ্ধি অভিযান চালাচ্ছেন এটা বিএনপি সহ্য করতে পারছে না। তাই এই অভিযানকে তারা ভিন্নখাতে প্রবাহিতের চেষ্টা করছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনায় সততায় বিশ্বের প্রথম সারির দুই-তিনজনের একজন নেতা। আজ তাঁর কর্মী হয়ে আমরা যদি অপকর্ম করি, বঙ্গবন্ধুর মত ত্যাগী নেতার কর্মী হয়ে আমরা যদি অপকর্ম করি এরচেয়ে বেশি লজ্জার বিষয় আর কিছুই হতে পারে না। অপকর্মকে আর আশ্রয় প্রশ্রয় দেব না।’

তিনি বলেন, ‘জুয়া বঙ্গবন্ধু আইন করে বন্ধ করেছিলেন। বিএনপি এই অপসংস্কৃতির জন্মদাতা। ’ তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা যখন নিজের দলের মধ্য থেকে শুদ্ধি অভিযান চালাচ্ছে তখন বিএনপির মাথা খারাপ হয়ে গেছে, বেসামাল হয়ে গেছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘এই শুদ্ধি অভিযানে শেখ হাসিনার জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে। গ্রহণযোগ্যতা বেড়ে গেছে। এটাই বিএনপি সহ্য করতে পারছে না। সারা বাংলা, সারা দুনিয়া শেখ হাসিনার প্রশংসা করছে। শুধুমাত্র বিএনপির আর দোসররা ছাড়া।’

তিনি আরো বলেন, ‘কোনো গডফাদার যেখানেই থাকুক রেহাই পাবে না।’ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান সভায় সভাপতিত্ব করেন।

bhorersanglap