শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘নিষিদ্ধ নিষিদ্ধ খেলা খেলতে খেলতে নিজেদের হাসির বস্তু বানাইয়া ফেলতেছি’

ভোরের সংলাপ ডট কম :
জুন ২৪, ২০১৭
news-image

ঢালিউডের চরম সংকটের সময় চলছে সম্প্রতি। চলচ্চিত্র থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে সুপারস্টার শাকিব খানসহ আরো ডজন খানেক অভিনয়শিল্পীকে। নিষিদ্ধ করা হয়েছে শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়াকে। এসব নিয়ে উত্তাল পুরো সিনেমাপাড়া।

সিনেমা সংশ্লিষ্ট সবাই বিষয়টি নিয়ে কথা বলছেন। সেই তালিকায় যুক্ত হলেন খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ফেসবুকের মাধ্যমে এই নির্মাতা জানিয়েছেন তার সংক্ষিপ্ত বক্তব্য।

 

তিনি লেখেন, ফেস্টিভাল নিয়া দৌড়ের উপর আছি। তাই বিস্তারিত কিছু লেখার সময় পাচ্ছি না। কিন্তু যে হারে নিষিদ্ধ নিষিদ্ধ খেলা খেলতে খেলতে নিজেদের হাসির বস্তু বানাইয়া ফেলতেছি। তাতে একটা কথা বলতেই হচ্ছে, আসল কাজ যেটা করা দরকার সেইসব দিকে নজর না দিয়া নিজেদের ক্ষয়িষ্ণু ট্রেড ইউনিয়নের কুতুব বানাইয়া অপ্রাসঙিক কইরা ফালাইয়েন না, ভাইয়েরা। বুদ্ধিমত্তা আর প্রজ্ঞার পরিচয় দেন।
এমনকি নিজেদেরকে সামরিক আইন প্রশাসক বা পবিত্র ধর্মীয় বস্তুও ভাববেন না।
ফারুকীর এমন বক্তব্যে বোঝা যায় যে, অবাঞ্চিত তথা নিষিদ্ধ ঘোষণা করা কোনো সমাধান নয়। তাও আবার দেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক ও প্রতিষ্ঠানকে। সিনেমা ইন্ডাস্ট্রির মঙ্গলের জন্য এই সিদ্ধান্তের পরিবর্তন চান বলেও ইঙ্গিত পাওয়া যায় তার কথায়।

bhorersanglap