আমি হতভম্ব : লন্ডন হামলাকারীর মা
আন্তর্জাতিক ডেস্ক: গেল সপ্তাহে লন্ডনে যে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে এতে নিজের ছেলের অংশগ্রহণের কথা শুনে হতভম্ব হয়েছেন ইউসুফ জাঘবার মা। এ ধরনের হামলা ঠেকাতে যা করার তার সব কিছু করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
ইউসুফের মা বলছেন, হামলকারীদের একজন নিজের ছেলে এ কথা শুনে তিনি বড় ধরনের ধাক্কা খেয়েছেন। আহত ও নিহতদের পরিবারের প্রতি তার সমবেদনা রয়েছে। তবে তাদের কী বলবেন তা তিনি বুঝতে পারছেন না।
৬৮ বছর বয়সী ভ্যালেলিয়া খলিজা কলিনা সিএনএনকে বলেছেন, তার বলার কোনো ভাষা নেই।
তিনি বলেন, ও খারাপ লোকদের সাথে মিশেছিল। আমি বুঝতে পারছি না তারা ওর কী করেছে। আমি বিশ্বাস করতে পারছি না সে সন্ত্রাসী হয়ে গেল।
শনিবার রাতেই হামলান পর পুলিশের গুলিতে ২২ বছর বয়সী জাঘবা ছাড়াও আরও দুই সন্ত্রাসী নিহত হয়েছেন। ওই সন্ত্রাসী হামলায় ৮ জন নিহত হন। আহত হন বেশ ক’জন।
তাদের বিষয়ে জাঘবার মায়ের বক্তব্য, কিছু বলার কথা ভাবলেই আমার লজ্জা লাগছে।
সূত্র: জাগো নিউজ










