শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ছিটকে গেলেন ওয়াহাব

ভোরের সংলাপ ডট কম :
জুন ৬, ২০১৭
news-image

স্পোর্টস ডেস্ক: ওয়াহাব রিয়াজচ্যাম্পিয়নস ট্রফি শেষ ওয়াহাব রিয়াজের। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে গোড়ালির চোটে আক্রান্ত হন পাকিস্তানের এ ফাস্ট বোলার। স্ক্যান করে জানা গেছে, লিগামেন্টের জটিলতায় ভুগছেন তিনি। সেরে উঠতে লাগবে অন্তত দুই সপ্তাহ।

ওয়াহাব ছিটকে যাওয়ায় হতাশ হওয়ার কথা নয় পাকিস্তানের। কারণ ভারতের বিপক্ষে টুর্নামেন্টের সবচেয়ে খরুচে বোলার ছিলেন ওয়াহাব। ৮.১ ওভারে কোনও উইকেট না নিয়ে ৮৭ রান দেন তিনি। ইনিংসের ৪৬তম ওভারে মচকে যায় গোড়ালি।

এ বছর চার ওয়ানডে খেলেছেন ওয়াহাব। ১৩০ গড়ে মাত্র ২ উইকেট নিয়ে ২৬০ রান দিয়েছেন তিনি, ইকোনমি রেট ৭.৭২।

তার স্থলাভিষিক্ত হিসেবে কারও নাম এখনও ঘোষণা করেনি বোর্ড। নাম চূড়ান্ত করার অনুমতি চেয়ে আইসিসি টেকনিক্যাল কমিটির কাছে আবেদন করেছে তারা।

হাসান আলী ও মোহাম্মদ আমিরের সঙ্গে দলে ফাস্ট বোলার হিসেবে আছেন জুনাইদ খান ও অলরাউন্ডার ফাহিম আশরাফ।

এজবাস্টনে ৭ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
সূত্র- ক্রিকইনফো

bhorersanglap