বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আ.লীগ চিরদিন ক্ষমতায় থাকবে তা আমরা বলি না : ওবায়দুল কাদের

ভোরের সংলাপ ডট কম :
অক্টোবর ৩১, ২০২০
news-image

 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মহাসচিব একজন সজ্জন মানুষ। তাকে অন্ধকার থেকে পুতুল নাচানো হয়। তিনি নির্বাচিত হওয়ার পরও তাকে সংসদে যেতে দেয়া হয়নি। আসুন হঠকারিতা বাদ দিয়ে গণতন্ত্রের ভাষায় কথা বলি। আওয়ামী লীগ চিরদিন ক্ষমতায় থাকবে তা আমরা বলি না। জনগণের প্রতি আমাদের আস্থা আছে।শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত চৌমুহনী পৌর পার্ক ও পৌর বাস টার্মিনালের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, বিএনপি আমাদের শত্রু নয়। আমরা তাদের নেতিবাচক রাজনীতির বিরোধিতা করি। তারা হাওয়া ভবনের নামে সর্বত্র লুটপাট করায় দেশের মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।তিনি আরও বলেন, বর্তমান সরকার স্থানীয় সরকারের মাধ্যমে শহর ও গ্রামকে কাছাকাছি এনে প্রতিটা গ্রামকে শহরে রূপান্তরিত করছে। উন্নয়নের ক্ষেত্রে মেয়রদের জবাবদিহিতার আওতায় থাকতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে উন্নয়নকে জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে হবে। পৌর মেয়রদের শাসক নয়, জনগণের সেবক হিসেবে দেখতে চায় শেখ হাসিনার সরকার।চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে নোয়াখালীর জেলা প্রশাসক খোরশেদ আলম খান ও পুলিশ সুপার মো. আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। এ সময় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলপমেন্ট ফান্ডের (বিএমডিএফ) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসিনুর রহমান।

bhorersanglap

আরও পড়তে পারেন