বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ষোড়শ সংশোধনীর রায় নিয়ে সমালোচনা না করতে ল’ ইয়ার্স কাউন্সিলের আহ্বান

ভোরের সংলাপ ডট কম :
আগস্ট ১১, ২০১৭
news-image

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে আপিল বিভাগের দেয়া রায় নিয়ে সমালোচনা না করতে আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীদের সংগঠন ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিল। গতকাল বিকেলে সংগঠনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার এস এম জুলফিকার আলী জুনু গণমাধ্যমে এ বিষয়ে একটি বিবৃতি দেন। এতে বলা হয়, আদালতের রায় নিয়ে গঠনমূলক ও যুক্তিসঙ্গত আলোচনা-সমালোচনা করা যায়। তবে এটি নিয়ে এমন সমালোচনা করা যাবে না, যাতে করে আদালতকে হেয় করা হয়। আদালতের রায়ের বিরুদ্ধে সংুব্ধ প পরবর্তী আইনি পদপে নিতে পারেন। তবে রায়, বিচারক, বিচারিক কার্যক্রম নিয়ে এমন মন্তব্য বা সমালোচনা করা যাবে না যা, আদালতকে ছোট করে। আবমাননাকর হয়।
সংগঠনটি মনে করে এ রায় নিয়ে ইতোমধ্যে এমপি, মন্ত্রীসহ বিভিন্ন মহল বিভিন্ন বিরূপ মন্তব্য করেছেন। অনতিবিলম্বে রায় নিয়ে সমালোচনা বন্ধ করার দাবি জানায় আইনজীবীদের এই সংগঠন।

bhorersanglap

আরও পড়তে পারেন