শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ফের উত্তপ্ত যোগীর রাজ্যের সাতটি জেলা!‌ পাথর ছোড়া, গাড়ি জ্বালানোর ছবি উঠে এল, বন্ধ ইন্টারনেট

ভোরের সংলাপ ডট কম :
ডিসেম্বর ২০, ২০১৯
news-image

 ‌গতকালের পর আবার উত্তাল যোগীর রাজ্য। সংশোধিত নাগরিক আইনের প্রতিবাদে ফের বিক্ষোভের ছবি উঠে এল উত্তরপ্রদেশের সাতটি জেলা থেকে। বৃহস্পতিবার তুমুল অশান্তি শুরু হয়েছে মুজজরফরনগর, বাহরাইচ, বুলন্দশহর, গোরক্ষপুর, ফিরোজাবাদ, আলিগড় এবং ফারুকাবাদে। বিক্ষোভের জেরে বিভিন্ন জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যোগীর সরকার। এর মধ্যে বুলন্দশহরে অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বাকি শহরগুলিতে শুক্রবার রাত ১০টা পর্যন্ত সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে বলে জানা গিয়েছে। এদিনের বিক্ষোভ থেকে পাথর ছোড়া, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়ার ছবি সামনে এসেছে। পাল্টা কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। গতকালও বিক্ষোভ চলাকালীন লখনউয়ের মাদেগঞ্জে জনতা–পুলিশ খণ্ডযুদ্ধ বাধে। সেইসময় একটি পুলিশ ফাঁড়ির বাইরে একাধিক গাড়িতে আগুন লাগানো হয়। সম্ভলে আক্রান্ত হয়েছে একটি থানাও। জ্বালানো হয়েছে সরকারি বাস। এই হিংসাত্মক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আন্দোলনকারীদের মধ্য থেকে প্রায় সাড়ে ৩ হাজার জনকে গ্রেফতার করেছে পুলিশ, যার মধ্যে লখনউতে ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে গতকালই উত্তরপ্রদেশের সর্বত্র ১৪৪ ধারা জারি হয়েছিল। এ দিনও তা জারি রয়েছে। শুক্রবার রাত ১০টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে লখনউ, গাজিয়াবাদ, পিলভিট, সম্ভল, বরেলি এবং মেরঠের একাধিক জেলায়। সেখানে এসএমএস পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।  নিরাপত্তা বাড়ানো হয়েছে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি  সংলগ্ন এলাকায়।

সূত্র: আজকাল

bhorersanglap

আরও পড়তে পারেন