বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যেভাবে তৈরি হলো যাত্রীর নতুন অ্যালবাম

ভোরের সংলাপ ডট কম :
জুন ১১, ২০১৭
news-image

ডেস্ক রিপোর্ট: ১১ বছর পর নতুন অ্যালবাম নিয়ে আসছে জনপ্রিয় ব্যান্ড যাত্রী। ২০ জুন ডিজিটালি ও ফিজিক্যালি অ্যালবামটি প্রকাশ হবে। তার আগে ব্যান্ড সদস্যরা জানালেন কীভাবে তৈরি হয়েছে নতুন গানগুলো।
‘যাত্রী’ নামের সেলফ টাইটেলড অ্যালবামটি প্রকাশ করছে জি সিরিজ। প্রযোজনা প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে শুক্রবার উন্মুক্ত হয়েছে স্টুডিও সেশন ভিডিও। সেখানে শোনা যাচ্ছে অ্যালবাম তৈরির আদ্যপ্রান্ত।
ব্যান্ড সদস্যরা জানান, নতুন অ্যালবামের গান তৈরিতে বৈচিত্র রেখেছেন তারা। অন্যান্যবার কম্পোজিশন ও লিরিক লিখতেন তপু। এবার পুরো দল মিলে একটি কম্পোজিশন করেছেন, তার উপর ভিত্তি করে লেখা হয়েছে গানের কথা। সব মিলিয়ে গান নিয়ে সন্তুষ্ট বলে জানান তারা।
একটি গানে ‘যাত্রী’র সঙ্গী হয়েছেন আনিলা। এ গায়িকাকে আগে শোনা গিয়েছিল তপুর জনপ্রিয় গান ‘এক পায়ে নূপুর’-এ। নতুন গানটির সুর-সঙ্গীত করেছেন সাজিদ সরকার।
যাত্রীর লাইন আপে আছেন তপু (ভোকাল), শামস (বেজ গিটার), খালিদ (ড্রামস), রোমেল (কি বোর্ড) ও সেতু (লিড গিটার)।
সূত্র: পরিবর্তন

bhorersanglap