শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইহুদিবাদীরা ‘আজকের ফেরাউন’: খোমেনি

ভোরের সংলাপ ডট কম :
ডিসেম্বর ১৫, ২০১৭
news-image

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি বলেছেন, জেরুজালেমকে ইহুদি রাষ্ট্র ইসরাইলের রাজধানী ঘোষণায় শত্রুদের অক্ষমতা ও হতাশার চিহ্নই ফুটে ওঠেছে। বুধবার তেহরানে মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতদের অংশগ্রহণে ৩১ তম আন্তর্জাতিক ইসলামিক ঐক্য সম্মেলনে তিনি এ কথা বলেন। তেহরান টাইমসের খবর।

খোমেনি বলেন, আজ মুসলিম বিশ্বের প্রধান রাজনৈতিক ইস্যু হলো জেরুজালেম সংকট। এর স্বাধীনত ও মুক্তির জন্য ইসলামি উম্মাহর সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের ঘোষণার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য মুসলিম বিশ্বের প্রতি আহবান জানিয়ে তিনি আরও বলেন, অবশ্যই ফিলিস্তিনকে দখলদারিত্ব থেকে মুক্ত করা হবে। মুসলিম বিশ্ব নিঃসন্দেহে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং ইহুদি শক্তিতে আঘাত হানবে।

বক্তব্যে আয়াতুল্লাহ খামেনি মার্কিন যুক্তরাষ্ট্র, ইহুদিবাদী রাষ্ট্র ও তার শাসন কাঠামো এবং প্রতিক্রিয়াশীলতা ‘আজকের ফেরাউন’ বলে মন্তব্য করে বলেন, তারা মুসলিম বিশ্বকে বিভক্ত করার চেষ্টা করছে এবং একটির বিরুদ্ধে আরেকটিকে লেলিয়ে দিয়ে মুসলিম দেশগুলোকে গ্রাস করার চেষ্টা করছে।

bhorersanglap

আরও পড়তে পারেন