শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

রাঙামাটিতে পাহাড়িদের ঘরে অগ্নিসংযোগ, ১৪৪ ধারা জারি

ভোরের সংলাপ ডট কম :
জুন ৭, ২০১৭
news-image

ডেস্ক রিপোর্ট: রাঙামাটির লংগদু উপজেলার টিনটিলায় পাহাড়িদের ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনায় পর শুক্রবার দুপুর ১২টার দিকে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

এর আগে সকাল সাড়ে নয়টার দিকে দুর্বৃত্তরা পাহাড়িদের বাড়িঘরে আগুন দিয়েছে বলে অভিযোগ করেছে পাহাড়িরা। তবে কতটি ঘরে আগুন দেয়া হয়েছে তার সঠিক তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

লংগদু ইউপির সচিব মো. নাজমুল হোসেন জানান, পাহাড়িদের এলাকায় আগুন জ্বলছে দেখছি। পরিস্থিতি বেশ উত্তপ্ত।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলার সদর উপজেলার চার মাইল এলাকায় লংগদু উপজেলার যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলামের মরদেহ পাওয়া যায়। এর প্রতিবাদে শুক্রবার সকালে যুবলীগের নেতাকর্মীরা টিনটিলায় নুরুল ইসলামের হত্যার প্রতিবাদে সমাবেশের প্রস্তুতি নেয়।

এর কিছুক্ষণ পরই পাহাড়িদের ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে কে বা কারা আগুন দিয়ে তা এখনো জানা যায়নি।

টিনটিলার বাসিন্দা কিরণ প্রসাদ চাকমা বলেন, তাদের এলাকায় ৭০-৮০টি পাহাড়ি পরিবার রয়েছে। আগুন দেয়ার পর আতঙ্কিত হয়ে তারা এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছেন।

এখনো পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুরো রাঙামাটি জেলাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ হান্নান জানান, বৃহস্পতিবার দিঘীনালা-খাগড়াছড়ি সড়কের খাগড়াছড়ি সদর থানার চার মাইল এলাকার মুল সড়কের পাশে মো. নুরুল ইসলামের মরদেহ পাওয়া যায়। তবে তার মোটরসাইকেলটি পাওয়া যায়নি। এটি উদ্ধারের চেষ্টা চলছে। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তে হত্যা নাকি দুর্ঘটনা তা জানা যাবে।
সূত্র: ঢাকা টাইমস

bhorersanglap

আরও পড়তে পারেন