বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মার্কিন যু্দ্ধবিমান কেনার চুক্তির পর নরম হলো কাতারের প্রতি সৌদির সুর

ভোরের সংলাপ ডট কম :
জুন ১৭, ২০১৭
news-image

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আবদেল আস-জুবাইর কাতারকে ‘মিত্র’ হিসেবে মন্তব্য করেছেন। এতে দোহাকে নিয়ে রিয়াদের সুর পূর্বের তুলনায় খানিটকা নরম হয়েছে বলে মনে হচ্ছে। দুই পক্ষের মধ্যে যখন কূটনৈতিক উত্তেজনা তুঙ্গে এ মন্তব্য করা হলো।
লন্ডনে গতকাল(শুক্রবার) সাংবাদিকদের জুবাইর বলেন, কাতারি জনগণের কোনো ক্ষতি করার ইচ্ছে তার দেশের নেই। কাতার ছয় সদস্যের পারস্য উপসাগরীয় সহযোগিতার পরিষদের ‘মিত্র’ বলেও এ সময়ে উল্লেখ করেন তিনি।

এ ছাড়া তিনি আরো বলেন, কাতারের বিরুদ্ধে তাদের অভিযোগের তালিকা তৈরি করছে রিয়াদ, মানামা, কায়রো এবং আবুধাবি। কাতারকে এ অভিযোগের জবাব দিতে হবে এবং সুরাহা করতে হবে বলেও জানান তিনি। তালিকা তৈরির কাজ দ্রুতই হবে বলেও জানান তিনি।
আমেরিকার সঙ্গে কাতার ১২০০ কোটি ডলারের এফ-১৫ কেনার চুক্তি করেছে বলে ঘোষণা করার পর সৌদি আরবের সুর নরম হলো।#
পার্সটুডে

bhorersanglap

আরও পড়তে পারেন