শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বাকিদের জ্বলে ওঠার অপেক্ষায় তামিম

ভোরের সংলাপ ডট কম :
জুন ৮, ২০১৭
news-image

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের আর কেউ না পারলেও উজ্জলতা ছড়াচ্ছেন ওপেনার তামিম ইকবাল। আর এই তামিমের ৯৫ রানই অস্ট্রেলিয়ার বিপক্ষে ভিন্নভাবে বাঁচিয়েছে বাংলাদেশকে! কারণ তামিম এই রান না করলে হয়তো আরও আগেই গুটিয়ে যেত মাশরাফি বাহিনী! আর ততক্ষণে হয়তো ম্যাচ জেতার পথ সহজ করে ফেলতো অসিরা। আর দল ভালো না করলে এমন ইনিংস খেলে তৃপ্ত হওয়া যায় না বলেই মনে করেন তামিম, ‘যখন দল ভালো না করে, তখন আগের মতো আর উপভোগের মন্ত্র কাজ করে না। স্কোর করাটা ভালো ব্যাপার। তখন দল জিতলে তো এর অনুভূতি আরও বেশ।’

পরের ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। এর আগে এই কিউইদেরই ত্রিদেশীয় সিরিজে হারানোর সুখস্মৃতি আছে বাংলাদেশের। তাই এমন ম্যাচ নিয়ে তামিম ভাবছেন সতর্কতা নিয়েই, ‘ওদের শক্তিশালী দলকে আমরা ঘরের মাঠে হারিয়েছি। যদিও আয়ারল্যান্ডে ওদের ওত শক্তিশালী দল ছিল না। ওদের সেরকম বিশ্বমানের ক্রিকেটার আছে। আমরা পুনরায় আগের ফল চাইলে ভালো করে সব কিছুর প্রয়োগ করতে হবে।’

তামিম আরও যোগ করেন, ‘আমাদের দক্ষ কিছু ব্যাটসম্যান আছে। ওরা এখনও জ্বলে ওঠেনি। আশা করছি সামনেই ওরা তেমন কিছু করে দেখাবে।’

এক্ষেত্রে অবশ্য অসিদের বিপক্ষে নিজের ব্যাটিং অভিজ্ঞতাটাকে ভালোমতো কাজে লাগাতে চান তামিম, ‘এখানকার কন্ডিশনে আসলে সবকিছু কীভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে তার একটা ধারণা হয়েছে। আমি আসলে নিজের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট। পরে আমাদের যেই গুরুত্বপূর্ণ ম্যাচটি আছে, আমরা এখন সেদিকেই লক্ষ্য নিয়ে এগোচ্ছি।
সূত্র: বাংলা ট্রিবিউন

bhorersanglap