বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রণোদনার কৃষি ঋণ বিতরণের সময় আরও বাড়ল

ভোরের সংলাপ ডট কম :
সেপ্টেম্বর ২০, ২০২০
news-image

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কৃষি খাতের জন্য সরকার ঘোষিত ৫ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।এতে বলা হয়েছে, কৃষি খাতে বিশেষ প্রণোদনামূলক পুনঃঅর্থায়ন স্কিম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য ব্যাংক কর্তৃক গ্রাহক পর্যায়ে ঋণ বিতরণের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হলো।এর আগে ১৩ এপ্রিল একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে কৃষি ঋণ বিতরণের সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। কৃষি ঋণ বিতরণে ব্যাংকগুলো লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারায় নতুন করে সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

bhorersanglap