বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল মরক্কো
নারী বিশ্বকাপের ইতিহাসে প্রথম ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে মরক্কো। রোববার (৩০ জুলাই) অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে ইবতিসাম জরাইদির একমাত্র গোলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে জয়লাভ করে মরক্কো।
প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা আফ্রিকান নারী দলটি তাদের অভিষেক ম্যাচে জার্মানির কাছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছিল। তবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে এই বিশ্ব আসরে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয়টি শেষ ষোলোতে যাবার পথটিও উন্মুক্ত করে দিয়েছে মরক্কোর নারীদের।একই সঙ্গে এটি বিশ্ব মঞ্চে মরক্কো নারী দলের প্রথম জয়। এদিন, হিজাব পরে মাঠে নেমে বিশ্বকাপে প্রথম কোন নারী হিসেবে অংশগ্রহণের মাধ্যমে নতুন এক ইতিহাস গড়েছেন ডিফেন্ডার নুহাইল বেনজিনা।
অ্যাডিলেডে ১৩ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচের ষষ্ঠ মিনিটেই লিড নিয়ে ফরাসি কোচ রেনাল্ড পেড্রোসকে আনন্দের জোয়ারে ভাসান তার মরোক্কান শিষ্যরা। হানানে আইত এল হাজের ক্রসের বল এগিয়ে গিয়ে দর্শনীয় হেডে জালে জড়ান ফরোয়ার্ড জরাইদি।