বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পদত্যাগ করলেন নওয়াজ শরিফ

ভোরের সংলাপ ডট কম :
জুলাই ২৮, ২০১৭
news-image

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে নওয়াজ শরিফকে দেশটির সুপ্রিম কোর্ট অযোগ্য ঘোষণা করার পর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। খবর বিবিসির।

বহুল আলোচিত পানামা পেপার্স দুর্নীতি মামলায় শুক্রবার নওয়াজকে অযোগ্য ঘোষণা করে রায় ঘোষণা করে দেশটির সুপ্রিম কোর্ট।

২০১৫ সালে পানামা পেপার্স কেলেঙ্কারিতে নওয়াজের পরিবারের দুর্নীতির বিষয়টি উঠে আসে। এরপরেই নওয়াজ এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

তবে কোনো ধরনের দুর্নীতির কথা বরাবরই অস্বীকার করে আসছিলেন নওয়াজ শরিফ। কিন্তু শুক্রবার আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় বাধ্য হয়েই তাকে পদত্যাগ করতে হলো।

সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বিচারপতির বেঞ্চ শুক্রবার সর্বসম্মতিক্রমে নওয়াজের বিরুদ্ধে ওই রায় ঘোষণা করা হয়।

নওয়াজের কার্যালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, সুপ্রিম কোর্টের রায়ের পরই প্রধানমন্ত্রী পদ থেকে অব্যাহতি দিয়েছেন নওয়াজ শরিফ।

আদালতে ওই রায় ঘোষণার সময় রাজধানী ইসলামাবাদে আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। কয়েক হাজার সেনা ও পুলিশও মোতায়েন করা হয়।

সুপ্রিম কোর্টের বিচারপতি এজাজ আফজাল খান বলেন, নওয়াজ শরিফ পার্লামেন্টের সৎ সদস্য হিসেবে থাকতে পারেননি।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরি নিসার আলি খান শুক্রবারের রায় মেনে নিতে নওয়াজকে পরামর্শ দিয়েছিলেন।

এদিকে, প্রধানমন্ত্রী পদে নওয়াজ শরিফকে দেশটির সুপ্রিম কোর্ট অযোগ্য ঘোষণা করার পর আল্লাহর দরবার হাত তুলে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খান।

bhorersanglap

আরও পড়তে পারেন