বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা শিক্ষা বোর্ডে কমেছে জিপিএ ৫, পেয়েছেন ৪ হাজার ৪৫০ জন

ভোরের সংলাপ ডট কম :
মে ৪, ২০১৭

স্টাফ রিপোর্টারঃ
এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোডের্র ফলাফল বিপর্যয়ের পাশাপাশি কমেছে জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যাও। এ বছর জিপিএ ৫ পেয়েছেন ৪ হাজার ৪৫০ জন। এক্ষেত্রে ছেলেরা কিছুটা এগিয়ে রয়েছেন। ২ হাজার ২৯৭ জন ছেলে এবং ২ হাজার ১৫৩ জন মেয়ে জিপিএ ৫ পেয়েছেন।
বৃহস্পতিবার (৪ মে) সকাল ১০ টায় সারাদেশে এক যোগে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।
জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে রয়েছে। এ বিভাগে ৪ হাজার ৩৩৮ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এর মধ্যে ২ হাজার ২৮১ জন ছেলে এবং ২ হাজার ৫৭ জন মেয়ে জিপিএ ৫ পেয়েছে।
ব্যবসায় শিক্ষা বিভাগে ৮২ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এর মধ্যে ১৪ জন ছেলে এবং ৬৮ জন মেয়ে জিপিএ ৫ পেয়েছে।
মানবিক বিভাগে ৩০ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এর মধ্যে ২ জন ছেলে এবং ২৮ জন মেয়ে জিপিএ ৫ পেয়েছে।
কুমিল্লা বোর্ড সূত্র জানায়, ২০১৬ সালে এ বোর্ডে ৬ হাজার ৯৫৪ জন, ২০১৫ সালে ১০ হাজার ১৯৫ জন, ২০১৪ সালে ১০ হাজার ৯৪৫ জন এবং ২০১৩ সালে ৭ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছিল।
কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানায়, গণিত ও ইংরেজী বিষয়ে শিক্ষার্থীরা খারাপ ফলাফল করেছে। যার প্রভাব পড়েছে পাশের হার ও জিপিএ ৫ প্রাপ্তি হ্রাসের ক্ষেত্রেও।
উল্লেখ্য যে, এ বছর এ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লক্ষ ৮৩ হাজার ৮০৬ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১ লক্ষ ৮২ হাজার ৯৭৯ জন। পাশের হার মাত্র ৫৯ দশমিক ০৩। এ বছর জিপিএ ৫ পেয়েছেন ৪ হাজার ৪৫০ জন।

bhorersanglap