শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আমরা যেন কুকুরছানা: ম্যারাডোনা

ভোরের সংলাপ ডট কম :
ফেব্রুয়ারি ৬, ২০১৯
news-image

বিভিন্ন সময় বেফাঁস মন্তব্য করে প্রায়ই আলোচনায় এসেছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। এবার তিনি তীর ছুড়লেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর দিকে।

সাবেক ফিফা সভাপতি সেপ ব্লাটার দুর্নীতির অভিযোগে ছয় বছরের জন্য নিষিদ্ধ হওয়ার পর তার জায়গায় ২০১৬ সালের নির্বাচনে নতুন প্রেসিডেন্ট হন ইনফান্তিনো। ম্যারাডোনার দাবি, এত বড় পরিবর্তন হলেও ফুটবলারদের প্রতি ফিফার ব্যবহার খুব খারাপ। সে কারণেই কিংবদন্তি ফুটবলারদের নিয়ে ফিফা যে পরিকল্পনা করেছিল, সেখান থেকে সরে গেছেন তিনি।

ম্যারাডোনা বলেছেন, ‘আমাকে কিংবদন্তিদের দলের অধিনায়ক করা হয়েছিল। কিন্তু ইনফান্তিনোকে চিঠি লিখে আমি পদত্যাগ করেছি। কারণ ব্লাটার এবং হুলিয়ো গ্রোন্দোনা চলে যাওয়ার পরও ফিফা একটুও বদলায়নি।’

আর্জেন্টাইন এই কিংবদন্তি আরও বলেন, ‘একবার ওরা আমাকে হোটেলে একই রুমে দু’জনের সঙ্গে থাকতে বলল। আমরা যেন কুকুরছানা। যাদের একটু খেতে দিলেই চলবে। আমাদের মতো সাবেকদের সম্মান জানানোর কোনো ইচ্ছাই ওদের মধ্যে দেখিনি।’

bhorersanglap

আরও পড়তে পারেন