শুক্রবার, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

উন্নয়ন থেমে নেই বাংলাদেশ সরকারের

ভোরের সংলাপ ডট কম :
অক্টোবর ২৪, ২০২০
news-image

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, করোনাকালেও বাংলাদেশ সরকারের উন্নয়ন থেমে থাকেনি। দেশের জনগণের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন।

শনিবার চরফ্যাশন উপজেলাধীন শশীভূষণ থানায় ৫ কোটি টাকা ব্যয়ে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র হাসপাতলের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।

সাবেক উপমন্ত্রী জ্যাকব বলেন, প্রাকৃতিক দুর্যোগ এবং প্রতিকূল পরিস্থিতি থেকে মানুষকে বাঁচাতে বহুমাত্রিক উন্নয়ন পরিকল্পনার উদ্যোগ নিয়েছে সরকার। করোনার মধ্যেও থেমে নেই তৃণমূল পর্যায়ে উন্নয়নকাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের অর্থনৈতিক চাকা সচল রয়েছে।

সন্ধ্যায় চরফ্যাশন কালিবাড়ি শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে গিয়ে চরফ্যাশন ও মনপুরায় ৫ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।

bhorersanglap

আরও পড়তে পারেন