শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্ধারিত সময়েই নির্বাচন হবে: বাণিজ্যমন্ত্রী

ভোরের সংলাপ ডট কম :
ডিসেম্বর ৪, ২০১৭
news-image

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘নির্ধারিত সময়েই নির্বাচন হবে। এ নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নাই। বর্তমান সরকারই অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে এবং নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে।’

সোমবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আর্জেন্টিনায় অনুষ্ঠিতব্য বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১১তম মিনিস্ট্রিয়াল কনফারেন্সে অংশগ্রহণ উপলক্ষে আয়েজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

তোফায়েল আরও বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কৌশিক বসু, পোপ ফ্রান্সিসরা যেখানে দেশের অর্থনীতি ও রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশ সরকার তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করছে, সেখানে আমাদের দেশের একটি রাজনৈতিক দল বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রীর সমালোচনা করছে। তারা কোনও কিছুতেই ভাল দেখতে পায় না। তারা সব কিছুর মধ্যেই সন্দেহ খোঁজে। ’

বাণিজ্যমন্ত্রী জানান, এবার ডব্লিউটিও’র ১১তম কনফারেন্সে ২৫ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে। দলের নেতৃত্ব দেবেন বাণিজ্যমন্ত্রী নিজেই। আগামী ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ারসে এই কনফারেন্স হবে। প্রতিনিধি দল আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরবে বলেও জানান মন্ত্রী।

bhorersanglap