শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ফিনার অনুষ্ঠানে যোগ দিতে থাইল্যান্ডে গেলেন নিবেদিতা

ভোরের সংলাপ ডট কম :
মে ১৫, ২০১৭
news-image

সাঁতারের আন্তর্জাতিক সংস্থা ফিনা প্রথমবারের মতো আয়োজন করছে ‘সুইমিং ফর অল, সুইমিং ফর লাইফ’ নামের নতুন কর্মসূচি। সোমবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী এ ইন্টারন্যাশনাল ক্লিনিকে এশিয়ার ১০ জন সাঁতার সংগঠক অংশ নিচ্ছেন। যেখানে বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছেন সাবেক কৃতি সাঁতারু নিবেদিতা দাস।

 

ক্লিনিকে অংশ নিতে রোববার দুপুরে ব্যাংকক রওয়ানা হয়েছেন ১৯৯৭ সালে ইরানে ইসলামী গেমসে রৌপ্য পদক পাওয়া এ সাঁতারু। এ কর্মসূচিতে বাকি ৯ জন আমন্ত্রণ পেয়েছেন বাহরাইন, ব্রুনাই, ইন্দোনেশিয়া, ইরান, নেপাল, ফিলিপাইন, সিরিয়া, উজবেকিস্তান ও ভিয়েতনাম থেকে।

 

 

১৯৯৭ সালে ক্যারিয়ারের ইতিটানা নিবেদিতা দাস জাতীয় চ্যাম্পিয়নশিপে ৪৮টি স্বর্ণ জিতেছেন। এর মধ্যে ১৯৯৫ সালের জাতীয় চ্যাম্পিয়নশিপে তিনি সর্বোচ্চ ৯টি স্বর্ণ জিতে হৈ চৈ ফেলে দিয়েছিলেন। ১০০ মিটার ব্যাকস্ট্রোকে নিবেদিতার করা জাতীয় রেকর্ড ১৭ বছর পর ভেঙ্গেছিলেন নাজমা।

 

 

নিবেদিতা দাস বাংলাদেশ সাঁতার ফেডারেশনের নির্বাহী কমিটিরও সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু নিবেদিতা এর আগেও একটি আন্তর্জাতিক লিডারশিপ কোর্সে অংশ নিয়েছিলেন ২০১৫ সালে লন্ডনে। সপ্তাহব্যাপী এ কোর্সে বিশ্বের ৪৭জন সংগঠক অংশ নিয়েছিলেন। জাগোনিউজ

bhorersanglap