শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশ জঙ্গি দমনে রোল মডেল : আইজিপি

ভোরের সংলাপ ডট কম :
আগস্ট ২৭, ২০১৭
news-image

নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশের যথেষ্ট অবদান রয়েছে। হলি আর্টিজানে জঙ্গি হামলার পর পুলিশ ২৩টি জঙ্গিবিরোধী অভিযান অত্যন্ত সফলতার সঙ্গে পরিচালনা করেছে। এ কারণে বিশ্বে বাংলাদেশ এখন জঙ্গি দমনে রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে।’

রোববার দুপুরে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে এক সভায় তিনি এসব কথা বলেন।

কুষ্টিয়া ও রাজধানীর পান্থপথে সফল অভিযানে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় আইজিপি আরো বলেন, ‘কাউন্টার টেররিজম ইউনিট প্রতিষ্ঠার পর থেকে এর অগ্রযাত্রা অব্যাহত আছে। যা সমন্বিত প্রচেষ্টা এবং পেশাদারিত্বের ফলে সম্ভব হয়েছে। এ অর্জন ধরে রাখতে হবে। সঠিক সময়ে গোয়েন্দা তথ্য সংগ্রহের কারণেই আমরা জঙ্গিবিরোধী অভিযান সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি।’

সভায় ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে সফল জঙ্গিবিরোধী অভিযানে বীরত্ব ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ডিএমপি কমিশনার এবং সিটিটিসি প্রধানের হাতে প্রণোদনার অর্থ তুলে দেন শহীদুল হক।

bhorersanglap