বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আইনশৃংখলা বাহিনীর ওপর নির্ভর করলে হবে না জনগণকেও সাথে রাখতে হবে ঃ ওবায়দুল কাদের

ভোরের সংলাপ ডট কম :
জুলাই ১, ২০১৭
news-image

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়কও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জঙ্গি নির্মূল করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনীর ওপর নির্ভর করলে চলবে না। আমাদের জনগণকে সঙ্গে নিয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে।
শনিবার সকাল পৌনে ১০ টার দিকে গুলাশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহতের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

তিনি বলেন, জঙ্গিরা দুর্বল হলেও এখনো নির্মূল হয়নি। শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’ এসময় আওয়ামীগের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। এতে নিহত হয় তিন বাংলাদেশি নাগরিকসহ ২০ জন। অন্যদের মধ্যে ৯ জন ইতালির, ৭ জন জাপানের এবং একজন ভারতীয়। এছাড়া জঙ্গি হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। রেস্তোরাঁর ভেতরে রাতভর জিম্মি ছিলেন অন্তত ২৪ জন, যাদের প্রায় ১১ ঘণ্টা পর পরদিন সকালে সেনা কমান্ডো পরিচালিত অপারেশন থান্ডারবোল্টের সময় উদ্ধার করা হয়।
এ ঘটনায় গুলশান থানায় দায়ের হওয়া মামলাটি কাউন্টার টেরোরিজম ইউনিট তদন্ত করছে।
উৎসঃ আরটিএনএন

bhorersanglap

আরও পড়তে পারেন