সোমবার, ২২শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নজরুলের লেখালেখিতে হিন্দুত্ববাদী শক্তিগুলোর দৃষ্টি পড়েছে : অঙ্কন কাজী

ভোরের সংলাপ ডট কম :
জুন ২৪, ২০১৭
news-image

কবি কাজী নজরুল ইসলামের প্রপৌত্র ও লেখক-গবেষক অঙ্কন কাজী ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় এক নিবন্ধে লিখেছেন, নজরুলের লেখালেখিতে দেশের হিন্দুত্ববাদী শক্তিগুলোর দৃষ্টি পড়েছে, এবং সেই ইঙ্গিত অত্যন্ত বিপজ্জনক।

তিনি অভিযোগ করেছেন, আজকের ভারতে একজন ‘হিন্দু কবি’ হিসেবে তুলে ধরার চেষ্টা করে তাকে চরম অবমাননা করা হচ্ছে। সৌজন্যে বিবিসি বাংলা।

তবে বিজেপি দাবি করেছে তারা কখনও নজরুলকে হিন্দু কবি হিসেবে দেখেননি। তবে তারা তাকে একজন মুসলিম কবি হিসেবে তুলে ধরারও বিরোধী।

বিজেপি’র আদর্শিক অভিভাবক বলে পরিচিত আরএসএস সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে তারা কাজী নজরুলের কবিতা হিন্দিসহ নানা ভারতীয় ভাষায় অনুবাদ করে প্রকাশ করবে।

নামে মুসলমান হলেও জীবনযাপনে তিনি কীভাবে হিন্দু সংস্কৃতিকে আঁকড়ে ধরেছিলেন, বইগুলোতে সেই তথ্যও তুলে ধরা হবে সংক্ষেপে।

এই ঘোষণাতেই অশনি সংকেত দেখছেন কবির পরিবারের অন্যতম উত্তরসূরি, লেখক-গবেষক অঙ্কন কাজী।

তিনি বিবিসিকে বলেছেন, ‘পশ্চিমবঙ্গে নজরুলকে নিয়ে নতুন নানা উদ্যোগ দেখা যাচ্ছে, তার কবিতা অনুবাদ করে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছে- এটা তো ভাল খবর। কিন্তু যারা এগুলো করছেন, তার মধ্যে তাদের একটা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা আছে বলেও মনে হচ্ছে। কারণ তারা নজরুলকে হিন্দু কবি হিসেবে তুলে ধরতে চান।’

তিনি আরো বলেন, ‘অথচ যারা নজরুলের পাঠক, তারা জানেন হিন্দু-মুসলিমের দৃষ্টিকোণে তাঁর কবিতাকে মাপা হলে তার প্রতি বিরাট অবিচার করা হবে। বহু বিষয় নিয়ে লিখেছেন তিনি, সেগুলো সব এড়িয়ে গিয়ে তাকে যদি একজন হিন্দু কবি হিসেবে চিহ্নিত করা হয় সেটা আমার মতে খুবই গড়বড়ে ব্যাপার।’

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের গবেষক অঙ্কন কাজীর মতে, আসলে এই উদ্যোগের পেছনে যে সংগঠনগুলো আছে তাদের ইতিহাস দেখলে নিশ্চিন্ত থাকার কোনও কারণ নেই।

তবে এই অভিযোগ সরাসরি অস্বীকার করে পশ্চিমবঙ্গে দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘বরং দুর্ভাগ্যজনক হল আজ নজরুলকে একজন মুসলমান হিসেবে উপস্থাপিত করা হচ্ছে। আর বিজেপি বা আরএসএস কখনওই তার হিন্দু পরিচয় তুলে ধরতে চায়নি। তবে কংগ্রেস যে তাকে চরম হেনস্থা করেছিল সেটা আমরা সব সময়ই বলে এসেছি।’

তিনি আরো বলেন, ‘নজরুলের একমাত্র অপরাধ, তিনি ছিলেন কংগ্রেসের মধ্যে একমাত্র ব্যক্তিত্ব যিনি খিলাফত আন্দোলনকে ভারতের জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত করার গান্ধীজীর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিলেন। নজরুল একজন প্রকৃত জাতীয়তাবাদীর মতো তখন বলেছিলেন এতে সর্বনাশ হয়ে যাবে।’

নজরুলের উপর ধর্ম আরোপের বিষয়ে কবি সুবোধ সরকারের বলেন, নজরুল চিরকালই সম্প্রীতির প্রতীক ছিলেন ও থাকবেন। …আমি নিশ্চিত যে রাজনীতিবিদরাই সেই চেষ্টা করুন, নজরুলকে হিন্দু কবি হিসেবে তুলে ধরার থিওরি আদৌ টিকবে না। কেউ সেটা মানবে না।’

bhorersanglap