বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অভিনেতা তনুর কাণ্ড : ফেইসবুকে ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ!

ভোরের সংলাপ ডট কম :
জুন ১৭, ২০১৭
news-image

চলচ্চিত্র অভিনেতা তানভীর তনুর বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ফেইসবুকে পরিচয়ের সূত্র ধরে ওই ছাত্রীকে মালয়েশিয়া যাওয়ার লোভ দেখিয়ে ফাঁদে ফেলেন ওই অভিনেতা। পরে তাকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এনিয়ে মামলায় করা হলে তনুকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার রাতে রাজধানীর রূপনগর আবাসিক এলাকার ৯ নং রোডের ওয়ালটন ভবনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে শুক্রবার সকালে রূপনগর থানায় তনুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ধর্ষণের শিকার ওই ছাত্রী।

মামলায় উল্লেখ করা হয়, ওই ছাত্রীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় তানভীর তনুর। এরপর সে তাকে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখায়। গত ৬ মে সাক্ষাতের কথা বলে তাকে বাসায় ডেকে নেয় তনু। সেখানে তনু ওই ছাত্রীকে ধর্ষণ করে।
রূপনগর থানার ওসি শহিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ক্যাম্পাসলাইভ২৪.কম

bhorersanglap