সোমবার, ২২শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শর্ত না মানলে অ্যাকাউন্ট বন্ধ

ভোরের সংলাপ ডট কম :
ফেব্রুয়ারি ২৬, ২০২১
news-image

হালনাগাদ নিয়মকানুন ও শর্তে যেসব ব্যবহারকারী সম্মতি দেবেন না, প্রথমে তাদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেবে জনপ্রিয় মেসেজিং অ্যাপ ও ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল পরিষেবা হোয়াটসঅ্যাপ। একপর্যায়ে উক্ত অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। খবর বিবিসির।চলতি বছরের জানুয়ারিতে তার হালনাগাদ নিয়মকানুন ও শর্ত ঘোষণা করে হোয়াটসঅ্যাপ। এসব শর্তে ব্যবহারকারীর সম্মতি জানানোর জন্য ১৫ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছে প্রতিষ্ঠানটি। এ সময়ের মধ্যে হোয়াটসঅ্যাপের নতুন শর্তে সম্মতি না দিলে বার্তা পাঠাতে বা গ্রহণ করতে পারবেন না ব্যবহারকারী। তবে ১৫ মে’র মধ্যে নতুন শর্তে সম্মতি না জানানো ব্যবহারকারীরা আরো কিছু সময়ের জন্য হোয়াটসঅ্যাপে কল করতে ও গ্রহণ করতে পারবেন। তবে তা বেশি সময়ের জন্য নয়।সম্মতি না জানানো ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হিসেবে তালিকাভুক্ত করা হবে। এবং চার মাস পর ‘নিষ্ক্রিয়’ অ্যাকাউন্ট মুছে ফেলা হবে।

bhorersanglap