রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সৌদিতে রোজা শুরু শনিবার

ভোরের সংলাপ ডট কম :
মে ২৫, ২০১৭
news-image

সৌদি আরবের আকাশে আজ কোথায় রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে আগামী শনিবার থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে।

বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্ট এ ঘোষণা দেয়। খবর আরব নিউজ

আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রনমি অ্যান্ড স্পেস সায়েন্সেস-এর সদস্য খালিদ আল-জাক বলেন, এ বছর রোজা শুরু ও শেস হবে শনিবার দিয়ে আর মাস হবে ২৯ দিনের। এ মাসে শুক্রবার রয়েছে চারদিন।

বিশ্বব্যাপী প্রায় দেড় বিলিয়ন মুসলমান প্রতিবছর রোজা পালন করেন।

bhorersanglap

আরও পড়তে পারেন