শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইরানের রেল পরিবহন বৃদ্ধি ৫৬ শতাংশ

ভোরের সংলাপ ডট কম :
মে ১৫, ২০১৭
news-image

ইরানের রেল কার্গো প্রতিদিন ১ লাখ ৫৬ হাজার টন মালামাল পরিবহন করছে। যা গত বছরের তুলনায় ৫৬ শতাংশ বেশি। এ বছরের শুরু থেকে এ পর্যন্ত ৫৭ মিলিয়ন টন মালামাল পরিবহন করেছে রেল কার্গো।

 

 

 

বার্তা সংস্থা ইরনাকে রেল কর্মকর্তা মোরতেজা আলি আহমাদি জানান, এসব মালামাল ইরানের অভ্যন্তরীণ রেলপথে পরিবহন করা হয়েছে।
ইরানে ১২ ভাগ মালামাল রেলপথে পারাপার করা হয়। ফিনান্সিয়াল ট্রিবিউন

bhorersanglap

আরও পড়তে পারেন