শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

ভোরের সংলাপ ডট কম :
জুন ২৪, ২০১৭
news-image

প্রথমবারের মতো ৩৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, বুধবার দিন শেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার। প্রতি মাসে সাড়ে ৩ বিলিয়ন ডলার আমদানি খরচ হিসেবে এ রিজার্ভ দিয়ে প্রায় ১০ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব হবে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, তৈরি পোশাক রফতানির ইতিবাচক ধারাবাহিকতা এবং বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের পাঠানো মুদ্রা রিজার্ভ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও খাদ্যের দাম কম থাকায় আমদানি ব্যয় কমে গেছে। ফলে রিজার্ভ থেকে কম ব্যয় হয়েছে। সব মিলিয়ে বৈদেশিক মুদ্রার মজুদ নতুন এ মাইলফলক অতিক্রম করেছে।

bhorersanglap

আরও পড়তে পারেন