বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্বাচন নিয়ে ভুল বকে বই খেলেন অধ্যাপক

ভোরের সংলাপ ডট কম :
জুন ১১, ২০১৭
news-image

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জেরেমি করবিনের দল লেবার পার্টির ভালো ফলাফল নিয়ে সন্দেহ পোষণ করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন ব্রিটিশ এক অধ্যাপক। অবশেষে চ্যালেঞ্জে হেরে তাকে নিজের লেখা বই চিবিয়ে খেতে হলো টেলিভিশনের এক লাইভ অনুষ্ঠানে।

ইউনিভার্সিটি অব কেন্টের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ম্যাথু গুডউইন দাবি করেছিলেন, ৮ জুনের নির্বাচনে ৩৮ শতাংশের বেশি ভোট কোনোভাবেই পাবে না লেবার পার্টি।

‘ব্রেক্সটি: হোয়াই ব্রিটেন ভোটেড টু লিভ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন’ বইয়ের সহলেখক ম্যাথু গুডউইন আত্মবিশ্বাসের সঙ্গে প্রকাশ্যে ভবিষ্যদ্বাণী করে বসেন।

গত ২৭ মে এই টুইট বার্তায় তিনি লিখেছিলেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই, জেরেমি করবিনের অধীনে লেবার পার্টি যদি ৩৮ শতাংশ ভোট পায় তাহলে আমি সানন্দে ব্রেক্সিট নিয়ে লেখা বই চিবিয়ে খাব।’

এরপর ৮ জুন ভোট দিল যুক্তরাজ্য। শুক্রবার সকালে ফলাফলে দেখা গেল, জেরেমি করবিনের দল ৪০ শতাংশ ভোট পেয়েছে।

ফলাফলের পর বেশ বিপাকে পড়ে গেলেন অধ্যাপক গুডউইন। কারণ প্রকাশ্যে দেয়া তার চ্যালেঞ্জ তো রক্ষা করতেই হবে। অগত্যা চাপের মুখে নির্বাচনের ফলাফল সম্পর্কে স্কাই নিউজের একটি লাইভ অনুষ্ঠানে বই চিবিয়ে খাওয়ার প্রস্তুতি নেন অধ্যাপক গুডউইন।

শনিবার টুইটারে তিনি জানালেন, চোখ রাখুন স্কাই নিউজে।

শনিবার বিকাল সাড়ে ৪টায় যুক্তরাজ্যের টিভি দর্শকরা স্কাই নিউজের লাইভে ম্যাথু গুডউইনকে তার লেখা বই চিবিয়ে খেতে দেখলেন।

লাইভ তিনি বলেছেন, ‘আমি আশ্চর্য হয়েছি, জেরেমি করবিন দুই শতাংশ ভোট যোগ করতে পেরেছেন।’

‘আমি বলেছিলাম বই চিবিয়ে খাব। দুই শতাংশ ভোট বিশাল ব্যবধান তৈরি করতে পারে।’

অধ্যাপক ম্যাথু গুডউইন বলেছেন, ‘আমি এক কথার মানুষ। আমি এখানে বসে বই চিবিয়ে খেতে যাচ্ছি।
সূত্র: ঢাকা টাইমস

bhorersanglap