সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চলে গেলেন গেরিলা কমান্ডার শহীদুল হক মামা

ভোরের সংলাপ ডট কম :
জুলাই ১, ২০১৭
news-image

একাত্তরের গেরিলা কমান্ডার মুক্তিযোদ্ধা শহীদুল হক মামা আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ সময় শুক্রবার রাত ১২টার দিকে কাতারের রাজধানী দোহার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

মরহুমের পরিবার ও গণমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে। মরদেহ সুইডেনে নেওয়ার প্রস্তুতি চলছে। সেখানেই তাকে দাফন করা হবে বলে এসব সূত্র জানিয়েছে।

বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে দেশ স্বাধীনের সংগ্রামে ঝাঁড়িয়ে পড়েন শহীদুল হক। দীর্ঘ নয় মাসের সশস্ত্র যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশের কাঙ্খিত বিজয় অর্জনের পরও ঢাকার মিরপুর-মোহাম্মদপুর এলাকায় বিহারীদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়েছিলেন এই গেরিলা কমান্ডার।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের অন্যতম প্রতিষ্ঠাতা ও সুইডেন প্রবাসী শহীদুল হক মামা দুই যুগেরও বেশি সময় ধরে সুইডেনে সপরিবারে স্থায়ীভাবে বসবাস করেন।

সকলের কাছে শহিদুল হক মামা হিসেবে পরিচিত এই বীর মুক্তিযোদ্ধা দীর্ঘদিন ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। তিনি ইউরোপের বাঙালি কমিউনিটির কাছে অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব।

bhorersanglap

আরও পড়তে পারেন