সোমবার, ২২শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িগঙ্গায় বাল্কহেডের ধাক্কায় ডুবে গেছে ওয়টার বাস, নিখোঁজ প্রায় ৩০

ভোরের সংলাপ ডট কম :
জুলাই ১৬, ২০২৩
news-image

সদরঘাটে বুড়িগঙ্গায় বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ওয়াটার বাস ডুবে ২৫ থেকে ৩০ জন নিখোঁজ হয়েছেন। আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ওয়টার বাসটিতে অর্ধশতাধিক আরোহী ছিল বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী ও বেঁচে যাওয়া কয়েকজন যাত্রী জানান, ওয়াটার বাসটি রাজধানীর লালকুঠি ঘাট থেকে দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাটে যাচ্ছিল। মাঝনদীতে এলে  বালুবোঝাই এমভি আরাবি নামে একটি বাল্কহেড এটিকে ধাক্কা দেয়। খবর পেয়ে রাত ৯টার দিকে উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।বেঁচে যাওয়ার যাত্রীরা বলেন, বাল্কহেডের ধাক্কায় ওয়াটার বাসটি ডুবে গেলে কয়েকজন মাঝনদীতে সাঁতরাতে থাকেন। আশপাশের নৌকার মাঝিরা এসে তাঁদের উদ্ধার করেন। যারা ওয়াটার বাসের তলে পড়েছেন তাঁদের বাঁচার সম্ভাবনা ক্ষীণ।

bhorersanglap

আরও পড়তে পারেন