পঞ্চগড়ে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬০ পিস ইয়াবাসহ আব্দুল্লাহ আল মামুন (২২) ও বাবুল হোসেন (২৩) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাতে উপজেলার সদর ইউনিয়নের খালপাড়া গ্রামে ইয়াবা বিক্রির সময় তাদের হাতেনাতে আটক করা হয়।আটককৃত মামুন উপজেলার সদর ইউনিয়নের খালপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে ও বাবুল একই এলাকার আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তেঁতুলিয়া সদর ইউনিয়নের খালপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬০ পিস ইয়াবাসহ আব্দুল্লাহ আল মামুন ও বাবুল হোসেনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্রিকর সঙ্গে জড়িত ছিল।তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ছায়েম জানান, আটক দুজনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতার দেখানো হয়েছে।