মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

২ সপ্তাহের মধ্যে স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু

ভোরের সংলাপ ডট কম :
সেপ্টেম্বর ১৮, ২০২১
news-image

আগামী দুই সপ্তাহের মধ্যে ১২ থেকে ১৭ বছরের স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এ জন্য সরকার কাজ শুরু করেছে।শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে মানিকগঞ্জ পৌর ভবনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণের কারণে বাংলাদেশসহ আটটি দেশকে লাল তালিকাভুক্ত করেছিলো যুক্তরাষ্ট। তবে সেখান থেকে বাংলাদেশের নাম বাদ দিয়েছে। এ পর্যন্ত দেশের আড়াই কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। এবং ডব্লিউএইচও’র সঙ্গে আরও ১০ কোটি টিকার জন্য চুক্তি করা হয়েছে।’

মন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘করোনাভাইরাস নিয়ন্ত্রণে নেই বলে সোমালিয়ার প্রধানমন্ত্রী তার ক্ষমতা হারিয়েছেন। থাইল্যান্ডের সরকার প্রধানেরও অবস্থা শোচনীয়। আমাদের দেশে করোনা নিয়ন্ত্রণে আছে বলে এখনও অর্থনীতি সচল রয়েছে।’

আরও পড়তে পারেন