শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সবার জন্য আবাসন নিশ্চিতে কাজ করছে সরকার : পূর্ত প্রতিমন্ত্রী

ভোরের সংলাপ ডট কম :
অক্টোবর ৫, ২০২০
news-image

নিজস্ব প্রতিবেদক : সবার জন্য আবাসন নিশ্চিতে কাজ করছে সরকার -পূর্ত প্রতিমন্ত্রী। ঢাকা ৫ অক্টোবর সোমবার। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেছেন সবার জন্য মানসম্মত আবাসন নিশ্চিতে কাজ করছে সরকার। ইউএন হ্যাবিটাট ঘোষিত বিশ্ব বসতি দিবস উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উল্লেখ্য যে বিশ্ব বসতি দিবস উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ বেলা সাড়ে দশটায় জুম অ্যাপ এর মাধ্যমে ভার্চুয়াল আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রণালয়ের বিভাগ ও জেলা থেকে দপ্তর প্রধানগণ জুম অ্যাপ এর মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি, মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না। এই প্রতিশ্রুতি বাস্তবায়নে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাগুলি নিরলসভাবে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, ভিশন ২০৪১, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সর্বোপরি ডেল্টা প্লান ২১০০ বাস্তবায়নে সবার ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতা প্রয়োজন। তিনি মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীদেরকে দুর্নীতিমুক্ত থেকে স্বচ্ছতার সাথে জনসেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: শহীদ উল্লা খন্দকার।

bhorersanglap