শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

একজন চিত্র পরিচালকের নিরন্তন প্রচেষ্টা।

ভোরের সংলাপ ডট কম :
জুন ৮, ২০১৯
news-image

ভিয়েনা থেকে মাহবুবুর রহমানঃ কেহ পথ চলে কেহ পথ দেখায় ।সবাই পথ দেখাতে পারে না কারন মনের সাহস বলে কথা ।সেই মনের সাহস নিয়ে একা একা একাই যুদ্ধ শুরু করেছেন “রাত্রির যাত্রী” এর সফল পরিচালক।চলচ্চিত্র যার রক্তে মিশে আছে চলচ্চিত্রের জন্য তার মন ত কাদবেই। বাংলা চলচ্চিত্রের জন্য যিনি সব সময় নিজেকে ব্যস্ত রেখেছেন কিভাবে এই দূরদশা থেকে মুক্তি পায় ।কিভাবে বাংলা চলচ্চিত্রের সেই সুদিন ফিরিয়ে আনা সম্ভব। হ্যাঁ বলছিলাম বাংলা চলচ্চিত্রের একজন নিবেদিতপ্রাণ পরিচালক Habibul Islam Habib ভাইয়ের কথা। গত ঈদুল ফিতর এর দিন ভিডিও কনফারেন্স এর মাধ্যমে কথা হয়েছিল আমার সাথে।বর্তমানে বাংলাদেশে সিনেমা হল দিনকে দিন কমছে সেই সাথে দর্শকরাও হল বিমুখ হচ্ছে।এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বাংলাদেশের সিনেমা হল নিয়ে তিনি এক প্রকার যুদ্ধ শুরু করেছেন।যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের সিনেমা হলগুলোও সেই লেভেলের পর্যায়ে নিয়ে আসতে হবে ।তার জন্য তিনি দেশের তিনশত নির্বাচনী এলাকাতে তিনশত সিনেপ্লেক্স করার জন্য চেষ্টা করছেন অভিরত ।তিনি সম্প্রতি গন প্রজাতন্ত্রী বাংলা দেশের মাননীয় তথ্য মন্ত্রীর কাছে একটি দরখাস্ত পেশ করেন ।যেটাতে তিনি দেশের সিনেমা হলের সার্বিক পরিস্থিতি ও সিনেপ্লেক্স তৈরির প্রয়োজনীয়তা উল্লেখ করেন ।দর্শক যদি না আসে সেখানে হল দিয়ে কি হবে? তাই দর্শকদের কথা মাথায় রেখে তিনি সম্প্রতি এই তিনশত নির্বাচনী এলাকাতে তিনশত সিনেপ্লেক্স করার জন্য জোর চেষ্টা করে যাচ্ছেন ।আমরাও চাই তার এই শুভ কার্যক্রম সফল হোক ।ফিরে আসুক দর্শক জেগে ওঠুক সিনেমা হল,প্রানবন্ত হয়ে ওঠুক পুরো চলচ্চিত্র পরিবার ।জয় হোক বাংলা চলচ্চিত্রের।

bhorersanglap