বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণে, সুষ্ঠু ভোট হবে

ভোরের সংলাপ ডট কম :
ডিসেম্বর ১৬, ২০১৮
news-image

দেশজুড়ে সরকারবিরোধী নেতাকর্মীরা হামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ থাকলেও, আসন্ন নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ সুষ্ঠু হবে বলে আশাবাদ জানিয়েছেন তিনি।

রোববার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।

সিইসি বলেন, ‘অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে পারি নির্বাচন সুষ্ঠু হবে। সবাই অংশগ্রহণ করবে সেরকম অবস্থা সৃষ্টি হয়েছে।’

তিনি বলেন, ‘সবাই সহযোগিতা করবেন, আচরণবিধি সবাই মেনে চলবেন। নির্বাচনের নিয়ম কানুন মেনে চলবেন।’

সাভারে জাতীয় স্মৃতিসৌধে সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনাররা শ্রদ্ধা নিবেদন করেন।

bhorersanglap

আরও পড়তে পারেন