শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সাকিব-ওয়ার্নারকে ধরে রাখল হায়দরাবাদ

ভোরের সংলাপ ডট কম :
নভেম্বর ১৬, ২০১৮
news-image

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের জন্য বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে ধরে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ। নতুন ঠিকানা হায়দরবাদে যোগ দিয়ে গত মৌসুমের অসাধারন পারফরম্যান্সের পুরস্কার পেলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

সাকিবকে ধরে রাখার কথা জানালেও মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে তার ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স। গত মৌসুমে বাজে পারফরম্যান্সের পর বাংলাদেশি এ কাটার মাস্টারকে ছেড়ে দেওয়ার কথা আরো আগেই জানিয়ে ছিল রোহিত শর্মার দলটি।

আইপিএলে নিজের প্রথম সাত মৌসুমই সাকিব ছিলেন কলকাতা নাইট রাইডার্সে, খেলেছিলেন ছয় মৌসুম। গত মৌসুমের আগে তাকে ২ কোটি রূপিতে দলে নেয় হায়দরাবাদ। নতুন দলটির হয়ে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পান সাকিব। রেড অরেঞ্জদের হয়ে ব্যাট হাতে করেছিলেন ২৩৯ রান, বল হাতে উইকেট নিয়েছিলেন ১৪টি। তার প্রথম মৌসুমেই আইপিএলে রানার্সআপ হয়েছিল হায়দরাবাদ।

হায়দরাবাদের ধরে রাখা ক্রিকেটারদের মধ্যে অন্যতম আরেকজন ডেভিড ওয়ার্নার। বল টেম্পারিং বিতর্কে নিষিদ্ধ ওপেনার গত মৌসুমে সুযোগ পাননি খেলার। অন্যদিকে অ্যালেক্স হেলস ও ঋদ্ধিমান সাহার মতো ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে হায়দরাবাদ।

মুস্তাফিজকে গত মৌসুমে ২ কোটি ২০ লাখ রূপিতে দলে নিয়েছিল মুম্বাই। তবে তাকে ছেড়ে দেওয়া হবে বলে গুঞ্জন ছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে সেটাই সত্য হলো। গত মৌসুমে শুরুটা ভালো করলেও পরে সেই ধারা ধরে রাখতে পারেননি বাঁহাতি পেসার। ৭ উইকেট নিয়েছিলেন ৭ ম্যাচে, ওভারপ্রতি ৮.৩৬ রান দিয়েছিলেন এ কাটার মাস্টার।

bhorersanglap

আরও পড়তে পারেন