শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বজনের মরদেহ নিয়ে ফেরার পথে নিজেরাও হলেন লাশ

ভোরের সংলাপ ডট কম :
জুলাই ১, ২০১৭
news-image

সাভার প্রতিনিধি: ঢাকা থেকে স্বজনের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। বুধবার সকাল ১১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

লাশবহনকারি অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে ফরিদপুর যাবার পথে ধামরাইয়ের কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে চালকসহ ২ জন নিহত হন। এছাড়া এই ঘটনায় আহত হয়েছে শিশুসহ আরও ৫ জন। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ড্রাইভার রহিম ভুইয়া নারায়ণগঞ্জ থানার দৌলতপুর গ্রামের রুপ ভুইয়ার ছেলে। অপরজন সেলিনা বেগম। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়।

পুলিশ জানায়, রাসেল নামে এক কিশোরের মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্স যোগে ঢাকা থেকে ফরিদপুর যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় পৌছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা খায়। আর এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকসহ এক আরোহী মারা যান। এ ঘটনায় আহত হয় আরও অন্তত ৫ জন। পরে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।

দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্সটি মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানা পুলিশ নিয়ে গেছে বলে জানিয়েছে ধামরাই থানা পুলিশ।

bhorersanglap

আরও পড়তে পারেন