শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১লা নভেম্বর থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু

ভোরের সংলাপ ডট কম :
আগস্ট ২৩, ২০১৭
news-image

আগামী ১লা নভেম্বর থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফেকেট (জেডিসি) পরীক্ষা শুরু হবে। আন্ত:শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড গতকাল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষার সময় সূচী প্রকাশ করেছে। ১লা নভেম্বর শুরু হয়ে ১৮ই নভেম্বর পর্যন্ত জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে এই পরীক্ষা শুরু হবে। পরীক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। তবে কোনো শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে আসতে পারবে না। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। এবার থেকে জেএসসির নিয়মিত শিক্ষার্থীদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম ও জীবনমুখী শিক্ষা এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা হবে না। এই তিন বিষয়ে শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সংশ্লিষ্ট কেন্দ্রে সরবারহ করতে বলা হয়েছে।

জেএসসি সূচি: ১লা নভেম্বর বাংলা প্রথমপত্র, ২রা নভেম্বর বাংলা দ্বিতীয়পত্র, ৫ই নভেম্বর ইংরেজি প্রথমপত্র, ৬ই নভেম্বর ইংরেজি দ্বিতীয়পত্র, ৭ই নভেম্বর ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা নির্ধারিত রয়েছে। ৮ই নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ৯ই নভেম্বর বিজ্ঞান, ১১ই নভেম্বর কর্ম ও জীবনমুখী শিক্ষা (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য), ১২ই নভেম্বর গণিত, ১৩ই নভেম্বর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য), ১৪ই নভেম্বর কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, আরবি, সংষ্কৃত, পালি, ১৬ই নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ১৮ই নভেম্বর চারু ও কারুকলা (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য) বিষয়ের পরীক্ষা হবে।

bhorersanglap

আরও পড়তে পারেন