শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইসলামি ব্যাংকিং ধারাকে আরও গতিশীল করার আহ্বান

ভোরের সংলাপ ডট কম :
জুলাই ২১, ২০১৭
news-image

বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাদের জন্য ‘সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ’ আয়োজিত ছয় দিনব্যাপী (১৫ জুলাই, ২০১৭ থেকে ২০ জুলাই ২০১৭) ‘ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স’ বিষয়ক প্রশিক্ষণ কোর্স ২০ জুলাই ২০১৭ সম্পন্ন হয়।

এক্সিম ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমিতে এই প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল একিউএম ছফিউল্লাহ আরিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির প্রিন্সিপাল মো. রফিকুর রহমান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগের পাশাপাশি সহকর্মীদের মধ্যে ছড়িয়ে দিয়ে ইসলামী ব্যাংকিংব্যবস্থাকে প্রসারিত করার জন্য অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে একিউএম ছফিউল্লাহ আরিফ শরিআহ্ পরিপালনের মাধ্যমে ইসলামিক ব্যাংকিং ধারাকে আরও গতিশীল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

এ প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, ব্যাংক আল-ফালাহ, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ন্ড ব্যাংক লিমিটেড, দি সিটি ব্যাংক লিমিটেড, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সর্বমোট ৪৪ জন নির্বাহী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।

কোর্স শেষে তাদেরকে সনদপত্র প্রদান করা হয়। ইতঃপূর্বে সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ড অনুরূপ আরও ২৮টি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে।

bhorersanglap