শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রথমবার ছেলের সঙ্গে শাকিবের ঈদ

ভোরের সংলাপ ডট কম :
জুন ২৪, ২০১৭
news-image

এপ্রিলে ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে প্রথমবার প্রকাশ্যে আসেন অপু বিশ্বাস। এরপর পয়লা বৈশাখে শাকিব খানও ছেলেকে নিয়ে ক্যামেরাবন্দি হন। এবারই প্রথম জয়ের সঙ্গে ঈদ করতে যাচ্ছেন সুপারস্টার। যদিও ঈদে দেশে থাকার কথা ছিল না শাকিব খানের। কয়েকদিন আগে যৌথ প্রযোজনার ‘চালবাজ’-এর চিত্রায়নে অংশ নিতে উড়াল দেন লন্ডনে। কিন্তু কলকাতার টেকনিশিয়ানদের সংগঠনের বয়কটের কারণে আপাতত সিনেমাটি হচ্ছে না। এ কারণে দেশে ফিরতে হচ্ছে নায়ককে। তাই বলা যায়, ছেলের সঙ্গে প্রথমবার ঈদ করতে যাচ্ছেন শাকিব।
সবকিছু ঠিক থাকলে রোববার দেশে ফেরার কথা রয়েছে শাকিব খানের।

তবে দেশে এসেও খানিকটা বৈরি পরিবেশের মুখোমুখি হবেন শাকিব। দেশীয় চলচ্চিত্রের ১৬টি সংগঠনের সম্মিলিত প্লাটফর্ম বাংলাদেশ চলচ্চিত্র পরিবার শুক্রবার শাকিবকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তার সদস্যপদ বাতিল করেছে।
এদিকে প্রেক্ষাগৃহ থাকবে শাকিবময়। ঈদে মুক্তি পাচ্ছে তার দুই ছবি— নবাব ও রাজনীতি। দুই সিনেমার নায়িকা যথাক্রমে শুভশ্রী গাঙ্গুলি ও অপু বিশ্বাস।
উৎসঃ পরিবর্তন

bhorersanglap