মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সৌরজগতের সবচেয়ে প্রাচীন গ্রহ বৃহস্পতি

ভোরের সংলাপ ডট কম :
জুন ১৭, ২০১৭
news-image

আমরা জানি বৃহস্পতি আমাদের সৌর জগতের সবেচেয়ে বৃহত্তম গ্রহ। তবে সম্প্রতি বিজ্ঞানীদের গবেষণায় আরো একটি তথ্য বেরিয়ে এসেছে।
সেটি হলো, বয়সের দিক থেকেও এ গ্রহটি প্রবীণ। বলা হচ্ছে, সূর্যের গঠনের পর চার মিলিয়ন বছরের মধ্যে বিশাল এ গ্রহটি গঠিত হয়।

কিভাবে সৌর জগতের উৎপত্তি হয়ে তা বর্তমান সময়ের (অবকাঠামো) স্থাপত্যে উপনীত হয়েছে এর বোঝাপড়ায় ‘বৃহস্পতির বয়স’ চাবিকাঠি হিসেবে কাজ করবে।
যদিও বৃহস্পতির আকৃতি বলে এটি অপেক্ষাকৃত আরো আগে গঠিত হয়েছিল। তবে এখন পর্যন্ত এর গঠনের ব্যাপারটি নির্ধারিত করা যায়নি।

মার্কিন লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরির (এলএলএনএল) গবেষক টমাস ক্রুইজার বলছেন, বৃহস্পতির সম্পূর্ণ কোনো নমুনা আমাদের হাতে নেই। যেমনটা পৃথিবী, মঙ্গল, চাঁদ ও গ্রহাণুর ব্যাপারে রয়েছে।
বৃহস্পতির বয়স কত এ সিদ্ধান্ত পৌঁছাতে গবেষণায় উল্কাপিন্ডের মৌল পদার্থের পরমাণু ব্যবহার করা হয়েছে। ন্যাশনাল একাডেমি সায়েন্স ম্যাগাজিনে গবেষণাটি প্রকাশিত হয়েছে। ডেকান ক্রনিকল, সম্পাদনা: রবিউল

bhorersanglap

আরও পড়তে পারেন