বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আমি সত্যি দুঃখিত, যারা গানটিতে কষ্ট পেয়েছেন: নুসরাত ফারিয়া

ভোরের সংলাপ ডট কম :
জুন ১২, ২০১৭
news-image

ডেস্ক রিপোর্ট: প্রথম কথা বলেছেন তার আলোচিত-সমালোচিত ‘আল্লাহ মেহেরবান’ গানটি নিয়ে। কথায় কথায় গানটি প্রসঙ্গে তার অবস্থান তুলে ধরেছেন দর্শক-পাঠকদের সঙ্গে। কথা বলেছেন চলচ্চিত্রকেন্দ্রিক সাম্প্রতিক ইস্যু এবং আগামীর ভাবনা নিয়েও।

ফারিয়া বলেন, ‘যখন আমি বস-টু’ ছবির স্ক্রিপটি শুনেছি খুবই ভালো লেগেছে। ছবিটি যৌথ প্রযোজনার। তাই গান তৈরির আগে আমাকে জানানো হয়, তাদের নতুন প্ল্যানের কথা। আমাকে বলা হয়, তারা চাইছেন গানটিতে আমাকে যেন পারফেক্ট দেখা যায়- সেই পরিকল্পনাই করছেন।’

 

‘আল্লাহ মেহেরবান’ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি আরও যোগ করেন, ‘ভিনদেশিদের মধ্যে একটা ধারণা আছে যে, সে বাঙালি সে পারবে না। আর আমার কথা হলো, আমি কেন পারব না‍! তাই তাদের পরিকল্পনা নিয়ে গানটির জন্য আমি টানা তিন মাস পরিশ্রম করেছিলাম। নতুন করে নাচও চর্চা করেছি। তবে গানটি মুক্তির পর সব কিছু অন্যরকম হয়ে গেল। যা আমার জন্য কষ্টের এবং বিব্রতকর।’
ফেসবুক লাইভে ওয়ালিউল মুক্তার মুখোমুখি নুসরাত ফারিয়াফারিয়া বলেন, ‘বাংলা ট্রিবিউনের মাধ্যমে এবারই প্রথম আমি গানটি নিয়ে লাইভে কথা বলছি। বলতে চাই, আমি সত্যি দুঃখিত, যারা আমার এই গানে কষ্ট পেয়েছেন।’
এই ফেসবুক লাইভ সেলিব্রেটি শো বাংলা ট্রিবিউনের কার্যালয় থেকে সরাসরি প্রচার হয় রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায়। ‘আল্লাহ মেহেরবান’ গানটি ছাড়াও তিনি তার ব্যক্তিগত ও কাজের পরিকল্পনা নিয়ে বিস্তর কথা বলেন।
পুরো শো’টি সঞ্চালনা করেছেন বাংলা ট্রিবিউনের বিনোদন প্রতিবেদক ওয়ালিউল মুক্তা।
সূত্র: বাংলা ট্রিবিউন

bhorersanglap