বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অগ্রণী ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাসহ তিনজনকে কারাদণ্ড

ভোরের সংলাপ ডট কম :
মে ২২, ২০১৭
news-image

ঋণ জালিয়াতির মামলায় অগ্রণী ব্যাংকের গ্রিন রোড শাখার সাবেক দুই প্রিন্সিপাল অফিসারসহ তিনজনের বিরুদ্ধে সাত বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার ৭ নং বিশেষ জজ আদালতের বিচারক মুন্সি রফিউল আলম এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডাদেশের পাশাপাশি তিনজনকে ২৭ লাখ ৫৬ টাকার অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন অগ্রণী ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার (ইনচার্জ ঋণ) মোহাম্মদ উল্লাহ। প্রিন্সিপাল অফিসার সেলিম উল্লাহ ও ঋণগ্রহীতা মাহবুবুর রহমান।

উল্লেখ্য, ২০০৪ সালে আসামি মাহবুবকে দুই কর্মকর্তা অবৈধ পন্থায় ২৭ লাখ ৫৬ হাজার টাকার ঋণ প্রদান করেন। এ ঘটনায় দুদকের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক রাজধানীর ধানমন্ডি থানায় ঋণ জালিয়াতির মামলাটি করেন।

bhorersanglap

আরও পড়তে পারেন