বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মাহমুদউল্লাহর বীরত্বে আইসিসির ‘সম্মান’

ভোরের সংলাপ ডট কম :
জুন ১০, ২০১৭
news-image

ক্রীড়া প্রতিবেদক: সাকিব আর হাসানকে সঙ্গে নিয়ে ২২৪ রানের জাদুকরী জুটি উপহার দেন মাহমুদউল্লাহ রিয়াদ। জয়টা হাত ছোঁয়া দূরত্বে রেখে সাকিব আউট হলেও রিয়াদ খেলে যান আপন ছন্দে। শেষ পর্যন্ত ব্যক্তিগত ১০২ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশ দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ‘সাইলেন্ট কিলার’ খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ।

রিয়াদের এমন বীরত্বের প্রতি সম্মান জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। তারা নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজের কভারে ছবি হিসেবে ব্যবহার করেছেন কিউই বধের নায়ক মাহমুদইল্লাহকে। নিউজিল্যান্ডকে হারানোর পর মাহমুদউল্লাহর জয় উদযাপনের ছবিই এখন আইসিসির কভারে জ্বলজ্বল করছে।

হারলে ফিরতে হবে বাড়ি, জিতলে অপেক্ষা সেমির। এমন সমীকরণ মাথায় নিয়ে কার্ডিফে নামে টিম বাংলাদেশ। মোসাদ্দেক-সাকিবদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডকে ২৬৫ রানে আটকে দেয় মাশরাফি বাহিনী। তিন উইকেট শিকার করেন মোসাদ্দেক, দুটি নেন তাসকিন আর একটি উইকেট ঝুলিতে পুরেন মোস্তাফিজ।

জবাবে ৩৩ রানেই প্রথম সারির চার ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ। পঞ্চম উইকেট মহাবিপদে পড়া বাংলাদেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব কাঁধে নেন সাকিব-রিয়াদ। দুজন মিলে ধীরে ধীরে দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে নিয়ে যান। বাড়তে থাকে আশা। শেষমেশ সাকিব-রিয়াদের জোড়া শতকে দুর্দান্ত জয় পায় বাংলাদেশ।

উল্লেখ্য, আজ চ্যাম্পিয়নস ট্রফির বাঁচা-মরার ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। বর্তমানে ওজিরা দুই পয়েন্ট নিয়ে বাংলাদেশের পরে অর্থাৎ তিনে আছে। আজ অস্ট্রেলিয়া হারলে বাংলাদেশ হাতে পাবে সেমির টিকিট। আর জিতলে বাদ পড়বে চণ্ডিকা হাতুরুসিংহের ছাত্ররা।
সূত্র: ঢাকা টাইমস

bhorersanglap

আরও পড়তে পারেন