শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘রাশিয়া-যুক্তরাষ্ট্র পরমাণু যুদ্ধ হলে কেউ বেঁচে থাকবে না’

ভোরের সংলাপ ডট কম :
জুন ৭, ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র যদি পরমাণু যুদ্ধ শুরু করে তাহলে সে যুদ্ধ এতটাই ভয়ংকর হবে যে, বিজয় দাবি করার মতো কেউ বেঁচে থাকবে না।

মার্কিন চলচ্চিত্র পরিচালক অলিভার স্টোনকে দেয়া সাক্ষাৎকারে পুতিন এ কথা বলেন।

পরমাণু যুদ্ধ হলে যুক্তরাষ্ট্র সুবিধাজনক অবস্থায় থাকবে কিনা- এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন, ‘সে যুদ্ধের ভয়াবহতা এতটাই বেশি হবে যে কেউ বিজয় দাবি করার মতো অবস্থায় থাকবে না।’

পুতিনের এ সাক্ষাৎকারের ভিত্তিতে অলিভার স্টোন একটি ডকুমেন্টারি তৈরি করবেন যা আগামী সপ্তাহে মার্কিন টিভি চ্যানেলে সম্প্রচার করা হবে।

ন্যাটো সামরিক জোট সম্পর্কে পুতিন বলেন, ‘এ জোটকে যুক্তরাষ্ট্র তার পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং সদস্য দেশগুলো যুক্তরাষ্ট্রের দাস হিসেবে ব্যবহৃত হচ্ছে।’

তিনি বলেন, ‘কোনো দেশ ন্যাটো জোটের সদস্য হলে তার পক্ষে আর যুক্তরাষ্ট্রের চাপ মোকাবেলা করা সম্ভব হয় না এবং যেকোনো মুহূর্তে এসব দেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা, নতুন সামরিক ঘাঁটি তৈরি কিংবা হামলায় ব্যবহারযোগ্য অন্য যেকোনো ধরনের অস্ত্র মোতায়েন করতে পারে যুক্তরাষ্ট্র।’

সাক্ষাৎকারে পুতিন বলেন, ‘ন্যাটো সামরিক জোটের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যুক্তরাষ্ট্র শত্রু দেশের সন্ধানে রয়েছে যাতে করে ওই জোটের ন্যায্যতা প্রমাণ করা যায়। পুতিন প্রশ্ন করেন- এখন তো পূর্ব ব্লক নেই, সোভিয়েত ইউনিয়ন নেই। তাহলে এখনো কেন ন্যাটো জোটের অস্তিত্ব রয়েছে?

তিনি বলেন, ‘দিন দিন ন্যাটো জোট রাশিয়ার জন্য হুমকি বাড়িয়ে তুলেছে। এ অবস্থায় আমরা যেসব ঘাঁটি থেকে ঝুঁকি অনুভব করছি সেগুলোর দিকে আমাদের ক্ষেপণাস্ত্র তাক করব।পরিস্থিতি এখন অনেক বেশি উত্তপ্ত হয়ে উঠছে।’

পুতিনের নিরাপত্তা রক্ষীদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ‌আমার কাজ করি, তারা তাদের দায়িত্ব পালন করছেন। এ পর্যন্ত তারা তাদের দায়িত্ব ভালোভাবেই পালন করেছেন এবং আমি তাদের বিশ্বাস করি।’

অলিভার স্টোন সাক্ষাৎকারের বর্ণনায় বলেছেন, পুতিন পাঁচবার গুপ্তহত্যার প্রচেষ্টা থেকে বেঁচে গেছেন এবং এসব হামলার ব্যর্থ করেছে তার নিরাপত্তা টিমের সদস্যরা।

সাক্ষাৎকারে পুতিন আল্লাহর প্রতি তার বিশ্বাসের ইঙ্গিত দিয়েছেন। অলিভার স্টোন পুতিনকে প্রশ্ন করেন- ‘স্যার, আপনার ভাগ্যে কী আছে তা কী আপনি জানেন?’ জবাবে রুশ প্রেসিডেন্ট বলেছেন, ‘আমার-আপনার সবার গন্তব্য একমাত্র আল্লাহ জানেন।’

মৃত্যু সম্পর্কে পুতিন বলেন, ‘একদিন আমাদের সবার জন্যই এটা আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে তার আগে আমরা এই ক্ষণস্থায়ী পৃথিবীতে কী কোনো সাফল্য অর্জন করলাম নাকি শুধুই আমরা আমাদের জীবনকে উপভোগ করলাম?’

সূত্র: পার্স টুডে

bhorersanglap

আরও পড়তে পারেন