শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বেসামাল প্রকৃতির প্রভাব পড়বে স্বাস্থ্যের ওপরও

ভোরের সংলাপ ডট কম :
মে ১৫, ২০১৭
news-image

বিশ্ব যত উন্নত হচ্ছে জলবায়ু ততটাই খারাপ হচ্ছে। কলকারাখানা থেকে নির্গত ধোয়া, রাসায়নিক বর্জ্যসহ নানা কারণে পরির্বতন হচ্ছে জলবায়ুর। ফলে দিন দিন পরিবর্তিত হচ্ছে আবহাওয়ার।
ফলে শীতের সময় শীত পড়ে না, অসময়ে ঝড়-বৃষ্টি হয়, খরা, দুর্ভিক্ষ লেগেই আছে। দিন দিন জলবায়ুর অবস্থা বড়ই নাজুক হয়ে পড়ছে। আর পরিবর্তিত জলবায়ুর প্রভাব পড়ছে মানব স্বাস্থ্যের ওপর। এমনটাই দাবি করেছেন জলবায়ু বিজ্ঞানীরা।

 

 
তারা জানিয়েছেন, গবেষণায় দেখা গেছে পৃথিবী কত দ্রুত উষ্ণ হচ্ছে। এর কারণ সবার জানা। কিন্তু তার প্রতিকারে কেউ এগিয়ে আসছে না। এখনই বোঝা যাচ্ছে ভবিষ্যতে আমাদের সামনে কী অপেক্ষা করছে। বেশিরভাগ মানুষ তাই জানতে চায়, আগামীতে জলবায়ুর এ পরিবর্তন তাদের ওপর কী প্রভাব ফেলতে পারে?
জলবায়ু পরিবর্তনের কি কি প্রভাব পড়তে পারে তার কিছু এরই মধ্যে আমরা বুঝতে পেরেছি। এর ফলে বরফ গলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে গেছে, ঝড়-বন্যা, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বাড়ছে। এছাড়া খরা, উষ্ণতা তো রয়েছেই। প্রকৃতির বেসামাল হওয়ার প্রভাব পড়বে অর্থনীতিতে। আর এটা সব মানুষকেই আক্রান্ত করবে।

 

 
বিশ্বব্যাপী জলবায়ু পরিবতর্নের প্রভার মানব স্বাস্থ্যের ওপর পড়তে শুরু করেছে। মেডিকেল সোসাইসি কনসোরটিয়ামের প্রকাশিত এ সংক্রান্ত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। যদিও ওই প্রতিবেদনে শুধুই যুক্তরাষ্ট্রের অবস্থা তুলে ধরা হয়েছে।

 

 
প্রতিবেদনে দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব এরই মধ্যে আমাদের স্বাস্থ্যের ওপর পড়তে শুরু করেছে। এটা এখন আর আগামী সমস্যা নেই। এটা বর্তমানের সমস্যা। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষকিগ্রস্ত হবে শিশু, শিক্ষানবিশ অ্যাথলেট, গর্ভবতী নারী, বয়স্ক লোকজন এবং যারা দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছে। আর এ সমস্যা দিন দিন আরো প্রকট রূপ নিচ্ছে।

 

 
এতে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে পশ্চিম উপকূলীয় এলাকায় অতিরিক্ত তাপমাত্র বৃদ্ধির কারণে সাগরের তীরবর্তী এলাকা, বন্যপ্রাণী অবস্থা সঙ্গীন হয়ে যাবে। পূর্ব উপকূলীয় এলাকায় কৃষি কাজ হুমকির মুখে পড়বে। এছাড়া নানা ধরনের রোগ ছড়িয়ে পড়ার শঙ্কাও রয়েছে। এছাড়া মধ্যাঞ্চলও একইভাবে ক্ষতিগ্রস্ত হবে।

 

 

 
পরিবেশ বিজ্ঞানীদের মতে, প্রতিবেদনে শুধু যুক্তরাষ্টের কথা বলা হয়েছে। তবে সারা বিশ্বের জলবায়ুরই একই অবস্থা। জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু সেখানেই পড়বে না সারা বিশ্বেই সমানভাবে পড়বে। কোথাও কোথাও ভয়াবহ রূপ নিতে পারে। প্রাবৃতিক দুর্যোগের ছাড়াও মানব সৃষ্টি দুর্যোগও রয়েছে। যার প্রভাবে দুর্ভিক্ষের মতো সমস্যা দেখা দিয়েছে। তবে পৃথিবী ও মানুষ বাঁচাতে এখনই এগিয়ে না আসলে পরিস্থিতি আরে ভয়াবহ হতে পারে। সূত্র: গার্ডিয়ান।

bhorersanglap

আরও পড়তে পারেন