শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ফুটপাথ উচ্ছেদ অভিযানে অস্বস্তিতে বিদেশি দূতাবাস

ভোরের সংলাপ ডট কম :
মে ১৫, ২০১৭
news-image

কূটনৈতিক পাড়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের ফুটপাত উচ্ছেদ অভিযানে অস্বস্তি প্রকাশ করেছে বিদেশি দূতাবাসগুলি। রবিবার (১৪ মে) পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে নিরাপত্তা বিষয়ে বৈঠক করেছেন তারা।

 

 

 
বিভিন্ন দূতাবাস তাদের সামনের ফুটপাথ দখল করে বিভিন্ন ধরনের ব্যারিকেড দেওয়ার ফলে গাড়ি ও পথচারি চলাচলে অসুবিধার সৃষ্ঠি হয়। এর পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তরের মেয়র ফুটপাত দখলিমুক্ত করার অভিযান শুরু করলে দূতাবাসগুলি তাদের এই নিরাপত্তা অসস্তি প্রকাশ করে। আজকের বৈঠকে যুক্তরাজ্য, কানাডা, ইটালি ও অষ্ট্রেলিয়ার রাষ্ট্রদূতরা অংশগ্রহণ করেন।

 

 

 
বৈঠকের পরে সব রাষ্ট্রদূতদের পক্ষে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, ‘আমরা একটি ভালো অঞ্চলে [নেইবারহুড] থাকতে চাই কিন্তু এর জন্য আমাদের নিরাপত্তার বিষয়টি যেন দুর্বল না হয়ে পড়ে।’
মার্শা বলেন, ‘আমাদের দূতাবাসে বিভিন্ন লোকজন ভিসা ও অন্যান্য কাজে আসে এবং আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থায় ভারসাম্য চাই।’

 

 

 
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাষ্ট্রদূতদের জানানো হয়, তারা এ বিষয়টি নিয়ে পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন কারণ দূতাবাসগুলির নিরাপত্তা সরকারের অগ্রাধিকার বিষয়।

 

 

 
এদিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বার্নিকাট পররাষ্ট্র সচিবের সঙ্গে পৃথক একটি বৈঠক করেন। এ বৈঠকের বিষয়ে বার্নিকাট বলেন, ‘আমরা টিকফা মিটিং এবং সৌদি আরবের সন্ত্রাসবিরোধী জোট নিয়ে আলোচনা করেছি। আমি অত্যন্ত খুশি আমার [যুক্তরাষ্ট্রের] প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর দেখা হবে।’

 

 

 
আগামী ২১ মে রিয়াদে আরব-মুসলিম-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠক হবে যেখানে ডোনাল্ড ট্রাম্প, শেখ হাসিনাসহ প্রায় ২০ জনের রাষ্ট্র বা সরকার প্রধান অংশগ্রহণ করবেন। বাংলা ট্রিবিউন

bhorersanglap

আরও পড়তে পারেন