শনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

করোনা শনাক্তের হার ৪ শতাংশে নামল

ভোরের সংলাপ ডট কম :
সেপ্টেম্বর ২১, ২০২১
news-image

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৭ হাজার ২৭৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৬২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জন।মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৩২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৫৬২ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৬৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২৬ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৭ হাজার ২৭৭ জনের মৃত্যু হয়েছে।এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১ হাজার ৬০৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ লাখ ৪ হাজার ৭০৯ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২২ কোটি ৯৯ লাখ ২১ হাজার ২৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৭ লাখ ১৫ হাজার ৬৭৮ জন। বিপরীতে সেরে উঠেছেন ২০ কোটি ৬৬ লাখ ১৫ হাজার ৩৭৯ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ২৭৭ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জন।

bhorersanglap

আরও পড়তে পারেন