শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এক দিনে সর্বোচ্চ করোনা শনাক্ত, কমেছে মৃত্যু

ভোরের সংলাপ ডট কম :
মে ৫, ২০২০
news-image

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৮৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৯২৯ জন। মঙ্গলবার (৫ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।  অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এক দিনে সর্বোচ্চ ৭৮৬ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৯২৯ জন। গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ১৮৩ জনের মৃত্যু হয়েছে।অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ হাজার ৪০৩ জন। গত ২৪ ঘণ্টায় যিনি মারা গেছেন তিনি পুরুষ। তার বয়স বিশ থেকে ত্রিশের মধ্যে।এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৩৫ লাখ ৮২ হাজার ৪৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৫১ হাজার ৫১০ জন। বিপরীতে সেরে উঠেছেন ১২ লাখ ২ হাজার ৮৭০ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৮৩ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯২৯ জন।

bhorersanglap

আরও পড়তে পারেন